Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

০১.    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা হইতে নির্দেশনা মোতাবেক সকল প্রশাসনিক কার্যাদি বাস্তবায়ন।

০২.    মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ- ১০ম শ্রেনী পর্যন্ত) সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্টের মাঠ পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন।

০৩.    উচ্চ মাধ্যমিক পর্যায়ে (একাদশ ও দ্বাদশ  শ্রেনী পর্যন্ত ) উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প - ৪  মাঠ পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন।

০৪.     প্রকল্পের আওতায় শিক্ষকদের  প্রশিক্ষনে প্রেরন ও প্রশিক্ষকন প্রাপ্ত শিক্ষকদের উপজেলা পর্যায়ে ক্লাষ্টার প্রশিক্ষনের ব্যবস্থা করা।

০৫.    মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ-৯ম)২০১০ থেকে সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্য পুস্তক উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতরন ।

০৬.    জুনিয়র বৃত্তি পরীক্ষা(৮ম শ্রেনী) (মাদরাসা ও স্কুল) পরিচালনায় সংশি­ষ্ট কর্তৃপক্ষকে সহায়তা দান ও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।

০৭.   ৬ষ্ঠ শ্রেনীর মূল্যায়ন সমীক্ষা ও ৮ম শ্রেনীর মূল্যায়ন পরীক্ষা পরিচালনায় সংশি­ষ্ট কর্তৃপক্ষকে সহায়তা দান ও কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন।

০৮.    উপজেলার সকল সরকারী/বেসরকারী নিম্নমাধ্যমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক ও মাদরাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সাময়িক/বার্ষিক/নির্বাচনী পরীক্ষার অভিন্ন সময়সূচী মহা-পরিচালক এর সময় সূচী অনুসরন পূর্বক প্রণয়ন।
 বেসরকারী শিক্ষা
১)      সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য জেলা প্রশাসক/জেলা শিক্ষা অফিসার/ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন ।
২)      নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদরাসার এডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধি মনোনয়নের জন্য কর্তৃপক্ষ।
৩।     সকল বেসরকারী নিম্ন মাধ্যমিক, উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদরাসার ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষানুরাগী/বিদেুাৎসাহী এবং শিক্ষাক প্রতিনিধি নির্বাচন/ মনোনয়নের কাগজপত্রাদি সুপারিশ সহ জেলা শিক্ষা অফিসারের দপ্তরে প্রেরণ।
৪)      বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তদন্তকরণ ও সংশি­ষ্ট দপ্তরে প্রতিবেদন প্রেরণ।
৫)      মাধ্যমিক পর্যায়ের শিক্ষা।
সহ শিক্ষা ক্রমিক  কার্যক্রম সংক্রান্তঃ
১)      স্কাউট ও গাইড কার্যক্রমে মন্ত্রনালয়ের নির্দেশনা সমূহ বাস্তবায়ন পরিবীক্ষণ।
২)      সরকারের নির্দেশনা মোতাবেক গৃহীত সহ শিক্ষা ক্রমিক কার্যক্রমের বাস্তবায়ন মনিটরিং।
৩)      জাতীয় শিক্ষা সপ্তাহ সহ বিভিন্ন দিবস ও কর্মসূচি পালনে নির্ধারিত দায়িত্ব পালন।
৪)      জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির উপজেলা সংগঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং উপজেলা ভিত্তিক ক্রীড়ানুষ্ঠানের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন।
৫)      উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীত ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠানে সহযোগিতা করা।
শিক্ষার গুণগত মান উন্নয়নঃ
১)      শ্রেনী পাঠদান উন্নত করার ল¶্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
২)      বিভিন্ন সময়ে সরকার কর্তৃক গৃহীত উদ্ভাবনী কর্মসূচী বাস্তবায়নে পদেপ গ্রহণ।
সমন্বয়ঃ
১)      সংশি­ষ্ট উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান।
২)      জেলা শিক্ষা অফিসে সমš^য় সভায় যোগদান।
তথ্য হালনাগাদঃ
১) হালনাগাদ করণের জন্য স্ব স্ব উপজেলার বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্তর পরিবর্তিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা অর্ধ-বার্ষিক  ভিত্তিতে ব্যানবেইসে প্রেরণ নিশ্চিত করা।
একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শনঃ
১)      বেসরকারী স্কুল, কলেজ ও মাদরাসা পরিদর্শন ও মনিটরিং করা।
উন্নয়ন কার্যক্রম তদারকিঃ
১)  সরকারি অর্থায়নে উন্নয়নের জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ তদারকি এবং কাজের গুণগত মান নিশ্চিতকল্পে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে কাজের সমন্বয় সাধন, সুপারিশ প্রণয়ন এবং উক্ত সুপারিশ সংশি­ষ্ট সকলের নিকট প্রেরণ।
২)      শিক্ষা প্রকৌশল অফিস কর্তৃক উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত আর্থিক চুড়ান্ত বিল প্রদানের পূর্বে বিলে প্রতিস্বাক্ষর প্রদান।
৩)      শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরিত অনুদান (বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বই, শিক্ষা উপকরন ইত্যাদি) দ্বারা জিনিসপত্র ক্রয় কমিটিতে সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন।
অভিযোগ নিস্পত্তিঃ
১)     শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া গেলে তাঁর পর্যায়ে তদন্ত ও নিস্পত্তি করা সম্ভব হলে স্পত্তি করবেন। তদন্ত ও নিস্পত্তি সম্ভব না হলে উর্দ্ধতন পর্যায়ে পাঠানো।